সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভবিষ্যৎ ক্রেতারা দ্বিধান্বিত হবে

------ রিজওয়ান রহমান

ভবিষ্যৎ ক্রেতারা দ্বিধান্বিত হবে

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি অবশ্যই আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। আমরা যদি বলি এসবে আমরা ভয় পাই না। এতে আরও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে। এতে করে যারা ভবিষ্যৎ ক্রেতা তারাও দ্বিধান্বিত হবে। এখানে পোশাক কিনতে এসে বারবার চিন্তা করবেন। বিকল্প খুঁজবেন। সুবিধাজনক বিকল্পে হয়তো চলেও যাবেন। যেভাবেই হোক এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। এখানে সমঝোতার কোনো বিকল্প নেই। আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজিএমইএ সভাপতিসহ অন্য শীর্ষ ব্যবসায়ীরা মিলে অতি শিগগিরই এর সমাধান খুঁজে বের করতে হবে। অন্যথায় আমরা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে যাব বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি তারা হুমকি দিয়ে থেমে থাকে। তারা যদি কিছু নাও করে, তবুও এটার সমাধান বের করতে হবে। সামনেই আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন। তখন তো আমাদের আরও বারোটা বাজাবে এখনই এটার সমাধান না হলে। কারণ তখন আমরা কোটাফ্রি, ডিউটিফ্রি সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমাদের অনেক বেশি প্রতিযোগিতার মধ্য দিয়ে রপ্তানি করতে হবে। রিজওয়ান রহমান আরও বলেন, এর বাইরে রপ্তানির বাজার বহুমুখীকরণের জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে। একইভাবে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। একক পণ্যের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। একই বাজারে বারবার ইনসেনটিভ দিলে বহুমুখীকরণ হবে না। অপ্রচলিত বা অন্য পণ্যেও ইনসেনটিভ দিতে হবে। তাহলে অন্য খাতের রপ্তানিকারকরাও উৎসাহিত হবেন। শুধু ইউরোপ আর আমেরিকায় নির্ভর না করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারকেও ধরতে হবে। এটা করতে না পারলে বারবার পশ্চিমা হুমকি শুনতে হবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর