মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল ১০ বিদ্যুৎ খুঁটি

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিদ্যুতের খুঁটিকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ১০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। এতে সড়কে যানচলাচল বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় অন্তত ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশের গ্রামগুলো।

গতকাল দিবাগত রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনার পর খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) সড়কে পড়ে ছিল বিদ্যুতের খুঁটি ও তার। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার পর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এ সময় খুঁটিটি সড়কে পড়ে গেলে তারে যুক্ত হয়ে আরও ১০টি খুঁটিও পড়ে যায়। এতে বাস, প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানসহ অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় আশপাশের এলাকাগুলোতে।

 

 

সর্বশেষ খবর