বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজার ট্রেন নিয়ে উচ্ছ্বাস

কাল টিকিট বিক্রি শুরু, পর্যটনে আসবে নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার ট্রেন নিয়ে উচ্ছ্বাস

বাণিজ্যিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে রেল যাবে পর্যটন শহর কক্সবাজার। আগামীকাল শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। কক্সবাজার এক্সপ্রেসটি চলবে ননস্টপ সার্ভিসে। পর্যটন শহরে ট্রেনে যাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে উচ্ছ্বাসের। 

চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীরা টিকিট কেটে রেলে উঠতে পারবেন না। ঢাকা বা কক্সবাজার থেকে টিকিট সংগ্রহকারীরাই চট্টগ্রাম স্টেশনে ওঠানামা করতে পারবেন। রেলটি চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিটের জন্য অপারেশনাল বিরতি করবে। জানা যায়, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করেন। ওই দিনই আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচলের কথা ঘোষণা করা হয়। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় রেললাইনটি। দক্ষিণ কোরিয়া থেকে আনা উন্নতমানের নতুন ১৮টি কোচসংবলিত আন্তনগর ট্রেনটি চালানো হবে এ রুটে। রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেন, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রাথমিকভাবে এক জোড়া ননস্টপ রেল চলাচল করবে। চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিটের অপারেশনাল বিরতি থাকবে। বিরতিকালে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। রেলওয়ের পূর্বাঞ্চলসূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে কোরিয়া থেকে আমদানিকৃত কোচ দিয়ে ৮১৩ ও ৮১৪ নম্বরের এক জোড়া আন্তনগর ট্রেন চালানো হবে। এটির আসন ৭৮০টি। সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ৮ ঘণ্টা ১০ মিনিটের এ যাত্রাপথে শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে অপারেশনাল বিরতি করবে। একইভাবে দুপুর ১টায় কক্সবাজার ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে কক্সবাজারের রেলপথে দূরত্ব ৫৩৫ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ১৫০ দশমিক ৮৭ কিলোমিটার।

সর্বশেষ খবর