বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটে যাওয়া নিয়ে পক্ষে বিপক্ষে ইসলামী দলগুলো

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ভোটে যাওয়া নিয়ে পক্ষে বিপক্ষে ইসলামী দলগুলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামভিত্তিক দলগুলো। রাজনৈতিক মাঠে সক্রিয় দলগুলোর মধ্যে একটি অংশ তফসিল ঘোষণার পর থেকেই খুঁজছে উপযুক্ত সময় মানে কখন ভোট হবে আসনভিত্তিক দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ করছে। অপর একটি অংশ নির্দলীয় সরকারের অধীনে সেই অপেক্ষায় সরব রয়েছে রাজনীতির মাঠে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন আসনের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মাওলানা শহীদুল ইসলাম কবীর বলেন, আমরা দলীয় সরকারের অধীনে প্রহসনের কোনো নির্বাচনে অংশ নেব না। তাই তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় আছি।’

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই কওমি ও পীরভিত্তিক আহলে সুন্নাত মতাদর্শী রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কওমি মতাদর্শী দল ইসলামী ঐক্যজোট। তারা দেড় শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তারা আসনভিত্তিক প্রার্থিতা ঘোষণা করবেন। একইভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পীরভিত্তিক ইসলামিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তরিকত ফেডারেশন এবং  বাংলাদেশ সুপ্রিম পার্টি। তারাও ১০০ থেকে ১৫০ আসনে প্রার্থী দিতে চাইছে। অপরদিকে তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে সরব রয়েছে কওমি মতাদর্শী রাজনৈতিক দলের একটি অংশ। এ নিয়ে তারা মিছিল মিটিং করে ব্যস্ত সময় পার করছেন। তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বৃহৎ কওমি দল ইসলামী আন্দোলন। রয়েছে সমমনা ছয় দলের জোট জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন এবং মুসলিম লীগ। তারা তফসিল বাতিলের ঘোষণা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আন্দোলন-সংগ্রাম করছে। এ ছাড়া আলোচিত-সমালোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের শতাধিক নেতা মাছ শিকারের জন্য ঘোলা পানির স্বপ্ন দেখছেন। তারা নিজেদের অরাজনৈতিক দাবি করলেও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কমপক্ষে দেড় শতাধিক নেতা নানান দলের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, ‘সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী ফ্রন্ট। শিগগিরই আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করা হবে।’

সর্বশেষ খবর