বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বরিশালে পাঁচটি আসনে নিশ্চিত নন কেউ

রাহাত খান, বরিশাল

দলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। একমাত্র বরিশাল-১ আসনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ছাড়া কেউ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেননি। অর্থাৎ দলে অপ্রতিদ্বন্দ্বী আবুল হাসানাত আবদুল্লাহর নৌকার মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার। জেলার অন্য পাঁচটিতে নিশ্চিত নন কেউই।

১৪ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনি তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে। গতকাল শেষ দিন পর্যন্ত জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬২ জন। যার মধ্যে বরিশাল-১ আসনে একমাত্র হাসানাত আবদুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্য পাঁচটি আসনের একেটিতে ৯ থেকে সর্বোচ্চ ১৯ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন সর্বাধিক ১৯ জন। এরা হলেন- বর্তমান এমপি মো. শাহেআলম, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান, সাবেক এমপি মো. মনিরুল ইসলাম, শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, শিল্পপতি এম মোয়াজ্জেম হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মো. মাওলাদ হোসেন ছানা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি, আবদুল হাকিম সন্যামত, আবদুর রাজ্জাক, আবিদ আল হাসান, সুজন কৃষ্ণ হালদার, মো. ইদ্রিস আলী মোল্লা ও মো. মাজহারুল ইসলাম। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১১ জন। এরা হলেন- আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ আমিনুল ইসলাম কবির, ইতিহাসবিদ ড. সিরাজ উদ্দিন আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. খালেদ হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুল হক ও মো. সাফায়েত হোসেন, মোহাম্মদ সাইফুল আলম, মো. জহির উদ্দিন, কিবরিয়া গোলাম মোহাম্মদ এবং চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মনোনয়নপত্র নিয়েছেন নয়জন। এরা হলেন- বর্তমান এমপি পংকজনাথ, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মো. শাহে আলম মুরাদ, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম, মেজর (অব.) মো. মহসিন শিকদার, মেজর (অব.) নাসির উদ্দিন খান ও হেমায়েত উদ্দিন খান। বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১০ জন। এরা হলেন- বর্তমান এমপি জাহিদ ফারুক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদ্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেম্বার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সমাজসেবক সালাউদ্দিন রিপন, ব্যবসায়ী মশিউর রহমান খান, মোর্শেদা বেগম লিপি ও মোহাম্মদ আরিফ হোসেন। তবে নানক শেষ পর্যন্ত বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র জমা দেননি। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ১২ জন। এরা হলেন- দলের উপদেস্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা খান আলতাফ হোসেন ভুলু, উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশ্বাস মুতিউর রহমান, মো. সাইদুল হক, রাজিব আহমেদ তালুকদার, শাহনাজ পারভীন রানী, ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর ও মো. শাহবাজ মিয়া।

সর্বশেষ খবর