বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও আট মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গতকাল ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন আটজন, এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। এ বছর ডেঙ্গুজ্বরে মারা গেছেন ১ হাজার ৫৬২ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৩ জন। মারা গেছেন আটজন। এর মধ্যে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাঁচজন। বতর্মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৪৬২ জন।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশালে ডেঙ্গুতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শেরবাংলা মেডিকেল কলেজ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদের সুখলাল (৭০) নামে এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪২ এবং বরিশাল বিভাগে ১৮২ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকালের দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী সোমবার শেরবাংলা মেডিকেলে ৮০ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৩৬৩ জন ডেঙ্গু রোগী।

সর্বশেষ খবর