বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

কর্মচারীর বাড়িতে বেড়াতে কিশোরগঞ্জে দুই সৌদি নাগরিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কর্মচারীর বাড়িতে বেড়াতে কিশোরগঞ্জে দুই সৌদি নাগরিক

নিজের প্রতিষ্ঠানের কর্মচারীর সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসেছেন সৌদি নাগরিক আহমদ হলিবি (৬৫) ও তার ছেলে আবদুল লিল হলিবি (৪৫)। পাঁচ দিনের সফরে গতকাল সকালে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে এসে পৌঁছান তারা। তারা সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর নয়াপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে খাইরুল ইসলাম ২০ বছর এবং হামিদ ও সারোয়ার ৭ বছর আগে সৌদি আরবে যান। তারা খালিদীয়া এলাকার আহাম্মদ হলিবির কৃষি খামারে কাজ করেন। সেখানে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে গতকাল ভোরে ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে হেলিকপ্টারযোগে হোসেনপুর সদরের ঢেকিয়া খেলার মাঠে আসেন। সেখান থেকে মাইক্রোবাসে তারা সাহেবেরচর নয়াপাড়া এলাকায় যান। সৌদি আরবের দুই নাগরিক আসার খবরে ভিড় করেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। প্রবাসী খাইরুল ও হামিদ আরবিতে কথা বলছেন মালিক ও ছেলের সঙ্গে। স্থানীয় অন্যদের কথাও আরবি ভাষায় তর্জমায় সহযোগিতা করছেন তারা।

স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ আরহাম বলেন, শ্রমিকের সঙ্গে দেশে মালিক এসেছেন তা খুবই আনন্দের। আমি ৫ বছর সৌদি থেকেছি, মালিকের গন্ধও পাইনি। খাইরুল, হামিদ ও সারোয়ারের খালু আমের উদ্দিন হাজী বলেন, আমিও এই মালিকের অধীনে কাজ করেছি। আহাম্মদ হলিবি অনেক ভালো মানুষ। তার পরিবারে ২৩ বছর কাজ করেছি। পরে আমি খাইরুলকে নিয়েছি সৌদিতে। এখন তিনি আমাদের দেশে এসেছেন অনেক ভালো লাগছে। শুক্রবার তারা সৌদি আরব ফিরে যাবেন।

সর্বশেষ খবর