বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

একই আসনে নৌকা চান বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক, যশোর

আসন্ন সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন আবেদনপত্র কিনে তা পূরণ করে জমা দিয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম ও তাঁর ছেলে মোস্তফা আশিস ইসলাম।

অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৯৬ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা। ছাত্রলীগার ছিলেন, অভিজ্ঞ রাজনীতিক। দুবার এ আসনে এমপি হন। তাঁর ছেলে মোস্তফা আশিস ইসলাম ১৯৯৪ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি এখন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। সম্প্রতি চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করে নির্বাচন কমিশন। এসব কার্ড যাতে নাগরিকরা সহজে পেতে পারেন, সেজন্য মোস্তফা আশিস ও তাঁর কর্মীরা এলাকায় ব্যাপক সেবামূলক কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনায় আসেন। একই আসনে বাপ-ছেলে দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আড়াই বছর ধরে ছেলেকে সঙ্গে নিয়ে চৌগাছা ও ঝিকরগাছায় গণসংযোগ করেছি, সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার চালিয়েছি। ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। তরুণ নেতৃত্ব দরকার। আবার এলাকার অনেকেই চান আমি যেন নির্বাচনে প্রার্থী হই। তাদের ভালোবাসা উপেক্ষা করতে পারিনি বলেই মনোনয়নপত্র জমা দিয়েছি।’ মোস্তফা আশিস ইসলাম বলেন, আড়াই বছরের বেশি কঠোর পরিশ্রমের মাধ্যমে চৌগাছা ও ঝিকরগাছার ২ লাখের বেশি ভোটারকে সম্পূর্ণ বিনামূল্যে নানানরকম ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছেন তিনি। এলাকার সংসদ সদস্য হতে পারলে এ দুই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। সে কারণেই দলের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

সর্বশেষ খবর