বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ও কয়েদিরা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা সদস্য, জেলখানায় আটক ব্যক্তি ও প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালট চাইলে তাদের সপ্তাহখানেকের মধ্যেই আবেদন করতে হবে। ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ আবেদন করতে হবে। তিনি যে নির্বাচনি এলাকার ভোটার, সে এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের উদ্দেশ্যে একটি ব্যালট পেপারের জন্য আবেদন করবেন এবং অনুরূপ প্রতিটি আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। ১৫ নভেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে হিসেবে ৩০ নভেম্বরের মধ্যে শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থদের আবেদন করতে হবে। ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, আবেদন পাওয়ামাত্র ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার ও একটি খাম পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা। এরপর আবেদনকারী ভোট দিয়ে ব্যালট পেপার পাঠালে তা মূল ফলের সঙ্গে যোগ করবেন রিটার্নিং কর্মকর্তা।

যাদের জন্য পোস্টাল ব্যালট : কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনি হেফাজতে আটক থাকলে, কোনো ব্যক্তি যে ভোট কেন্দ্রে ভোট প্রদানের অধিকারী সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে নির্বাচনসংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত থাকলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ ছাড়া বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশি ভোটারও নিতে পারবেন এ সুযোগ। দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে ১ নভেম্বর। এর দুই সপ্তাহ পর প্রধান নির্বাচন কমিশনার ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেন।

সর্বশেষ খবর