শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

সোয়া ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক সেলিম আহমেদ ও তার স্ত্রী পুষ্প সৌরভীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক আবু সাঈদ মামলা দুটি করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, প্রথম মামলায় পুষ্প সৌরভীকে প্রধান আসামি ও পুলিশ পরিদর্শক সেলিমকে দ্বিতীয় আসামি করা হয়েছে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৪৭৮ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় অসাধু উপায়ে ওই সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, আসামি সেলিম আহমেদ অসৎ উদ্দেশে নিজেকে দুর্নীতির অপরাধ থেকে আড়াল করতে সুকৌশলে তার স্ত্রীর নামে সম্পদ করেছেন। আরেক মামলায় সেলিম আহমেদকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৩৪ লাখ ৪২ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর