শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাথরুমের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভিতরে এ ঘটনা ঘটে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ইমন বাথরুমের লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছিলেন। এ সময় তাকে ডিঙ্গিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র বাবর বাথরুমে যেতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাবর ঘুষি মেরে ইমনের নাক ফাটিয়ে দেন। পরে আহত ইমনকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান অধ্যাপক নাসির উদ্দিন মুন্সী জানান, সন্ধ্যার দিকে এরকম হাতাতাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এরকম ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্রদের মধ্যে আরও বেশি সহনশীলতা থাকা উচিত। না হলে ঢাবি শিক্ষার্থীদের সম্পর্কে মানুষের মাঝে ভুল বার্তা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর