শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডলার বাজার স্থিতিশীল হলেই চিত্র পাল্টাবে

------ শাকিল রিজভী

ডলার বাজার স্থিতিশীল হলেই চিত্র পাল্টাবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজার অস্থিতিশীলতা দীর্ঘদিনের। দেশের আর্থিক খাতে যে সংকট চলছে যার নেপথ্যে ডলার বাজারের প্রভাব অন্যতম। ডলার বাজার অস্থিরতার কারণে শেয়ারবাজারেও সংকট যাচ্ছে না। তবে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শেয়ারবাজার বিনিয়োগ নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাজার দ্রুত গতিশীল হয়ে ওঠার এখন সম্ভাবনা কম। তবে ডলার বাজার যদি একটি নির্দিষ্ট দরে কেনাবেচা হয় শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, ডলার নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অথচ সাধারণ বিনিয়োগকারীরা সেটি না বুঝে শেয়ার পেনিক সেল করছে। ভীত হওয়ার কিছু নেই। তিনি বলেন, ফ্লোর প্রাইস সাময়িক সময়ের জন্য  দেওয়া হয়েছিল। বাজার ঠিক না হওয়ায় সেটা ওঠানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ফ্লোর প্রাইসের কারণে বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে। ডলার বাজার স্থিতিশীল হলেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। দেশের আমদানি যেভাবে বেড়েছে সেভাবে রপ্তানি ও রেমিট্যান্স বাড়েনি। ফলে ডলারে যে চাহিদা তৈরি হয়েছে সরবরাহ সে হারে বাড়েনি। ডলারের দাম আরও বেড়ে যেতে পারে, এসব গুজবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের প্রভাব শেয়ারবাজারে পড়েছে। আমার পরামর্শ হলো আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর