শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আটক ৯টি ছাগল মুক্তি দিল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গোরস্থানে ঘাস খাওয়ায় বরিশাল সিটি করপোরেশন ১৫টি ছাগলকে পাকড়াও করে টানা এক বছর আটকে রেখেছিল। এরপর গতকাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন ৯টি ছাগলকে মুক্তি দিয়ে সেগুলো ছাগলের মালিক রাজিবের হাতে তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাকি ছয়টি ছাগল গেল কোথায়? শুধু তাই-ই নয়, ছাগলগুলো এক বছরে নয়টি বাচ্চাও দিয়েছিল। সেগুলোও-বা গেল কোথায়?

বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছাগলের মালিক রাজিব (নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক) বলেন, ‘গোরস্থানে কবরের ঘাস খাওয়ার অভিযোগে তৎকালীন সিটি মেয়র লোক পাঠিয়ে ১৫টি ছাগল আটক করেছিলেন। এক বছরে ছাগলগুলো নয়টি বাচ্চা দিয়েছে। এতে মোট ছাগলের সংখ্যা দাঁড়ায় ২৪টিতে। কিন্তু আমাকে ফেরত দেওয়া হয়েছে মাত্র নয়টি ছাগল। বাকি ছাগলগুলোর বিষয়ে জানতে চাইলে দায়িত্বরতরা জানিয়েছেন, বাকিগুলো মারা গেছে।’ উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর নগরীর গোরস্থানে প্রবেশের কারণে ছাগলগুলো আটক করেছিল তৎকালীন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর