রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ মাসে ২৫৭৫ নারী-শিশু নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক

১০ মাসে ২৫৭৫ নারী-শিশু নির্যাতনের শিকার

সারা দেশে ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২ হাজার ৫৭৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯৭ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ১২ জন এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮৯ জনের সঙ্গে। এ ছাড়া হত্যা করা হয়েছে ৪৩৩ জনকে। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩১ জনের। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১১ জন। আত্মহত্যা করেছেন ২০৭ জন। অপহরণের শিকার হয়েছেন ১২২ এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪২ জন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। পরিষদ ১২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুসহ অন্যরা।

সর্বশেষ খবর