রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গতকাল আরও ১২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর থাবায়। এ বছর ডেঙ্গুজ্বরে মারা গেছেন ১ হাজার ৫৯৫ জন। সব রেকর্ড ছাড়িয়ে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৪ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৫ জন। এ সময়ে ঢাকার হাসপাতালে মারা গেছেন তিনজন, বাইরের হাসপাতালে নয়জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৯২৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৬ জন, বাইরের হাসপাতালে ২ হাজার ৮৭৮ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশালে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের চেয়ে কমেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুমকীর আঠারোগাছিয়া এলাকার শামীমা বেগম (২২) ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জেলার বাবুগঞ্জের রিপন বিশ্বাস (৩৬) নামে দুজন রোগীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত শেরেবাংলা মেডিকেলে ১৪৫ জনসহ বিভাগে ১৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কমেছে। সব শেষ গতকালের রিপোর্ট অনুযায়ী শুক্রবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৪২২ জন রোগী। এর আগে বৃহস্পতিবার ৩৯০ জন এবং বুধবার চিকিৎসাধীন ছিলেন ৩৭৩ জন ডেঙ্গু রোগী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর