রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নগর পরিচ্ছন্নতায় স্কটল্যান্ডের এমপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নগর পরিচ্ছন্নতায় স্কটল্যান্ডের এমপি

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনি প্রতিশ্রুতির একটি ছিল ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’। মেয়রের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে তিনি প্রতিশ্রুতি পূরণে পরিচ্ছন্ন নগরী গড়ার কাজ শুরু করেছেন। বাসযোগ্য কাক্সিক্ষত নগরী গড়তে নগরবাসীরও সহযোগিতা চেয়েছেন। সর্বশেষ শুক্রবার রাতে মেয়র নিজেই নগরীর রিকাবিবাজারে নিজে পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেন।

এ সময় সিলেটে সফররত স্কটিশ তিন এমপিও ঝাড়ুহাতে এ কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীকে উৎসাহ দেন। শুক্রবার রাত ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্কটল্যান্ডের সংসদ সদস্য ও স্কটিশ ক্রস পার্টি গ্রুপের লিডার, শ্যাডো মিনিস্টার ফর কালচার ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো ক্যাবিনেট সেক্রেটারি ফর লোকাল গভর্নমেন্ট, হাউজিং অ্যান্ড সোশ্যাল জাস্টিস মাইলস ব্রিগস ও স্কটিশ এমপি ইভিলিন টুইড, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এ সময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখতে একঝাঁক কর্মী কাজ করছেন। তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর করলে চলবে না। একটি বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে কাজ করা। নিজেদের চারপাশ আমরা পরিচ্ছন্ন রাখতে পারলে তবেই একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে।

সর্বশেষ খবর