শিরোনাম
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে হলদে পা হরিয়াল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হারিয়ে যাচ্ছে হলদে পা হরিয়াল

এক সময় ঝাঁক বেঁধে উড়ে বেড়াত হলদে পা হরিয়াল। আবাসস্থল সংকট, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে। কদাচিৎ দু-একটি পাখি দেখা গেলেও দলবদ্ধভাবে এখন আর দেখা যায় না। বর্তমানে এ পাখি বিপন্নের তালিকায় স্থান করে নিতে বসেছে।

এ পাখি সম্পর্কে জানা গেছে, সাধারণত লম্বায় ২৫ থেকে ৩৩ সেন্টিমিটার হয়। এদের দেহের ওপরের অংশের রং হালকা ধূসর। ঘাড়ে লালচে ছোপ ও ডানায় সবুজাভ কালোর ওপর হলদে টান রয়েছে। বুকের নিচের অংশ, পেট ও তলপেট ধূসর। কাঁধে এক ফালি হালকা বেগুনি রং। লেজের ওপরের অংশের গোড়ায় জলপাই-হলদে বলয় থাকে। চোখের আইরিশের ভিতরের বলয়টি নীল ও বাইরেরটি গোলাপি। ঠোঁটের রং হালকা সবুজাভ। পা ও পায়ের আঙুল চকচকে হলুদ। এ পাখি ভারতীয় উপমহাদেশের। এটি ভারতের মহারাষ্ট্রের জাতীয় পাখির মর্যাদা পেয়েছে।  তবে আমাদের দেশে এদের সংখ্যা খুবই কম। এরা বিভিন্ন ফল জাতীয় খাদ্য ও বাদাম জাতীয় তৈলবীজ খায়। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াতে পছন্দ করে। গাছের  উঁচু ডালে বসে থাকতে দেখা যায়। ডিসেম্বর থেকে জানুয়ারি তাদের প্রজনন সময়কাল। গাছের ডালে চিকন কাঠি দিয়ে বাসা বাঁধে।

সর্বশেষ খবর