সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আরও আট ফিলিস্তিনি নিহত

প্রতিদিন ডেস্ক

যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল আবারও বর্বরতা দেখিয়েছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে তাদের হামলায় ২৪ ঘণ্টায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। বলা হচ্ছে, গত ২০ বছরের মধ্যে এটিই পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। সূত্র : রয়টার্স, এপি, আলজাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের জেনিন শহরে সাঁজোয়া যানের বিশাল বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। তাদের গোলাবর্ষণে তাৎক্ষণিক নিহত হন পাঁচজন, আহত হন অন্তত ১৫ জন। পরে নিহতের সংখ্যা বেড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলাও চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ছাড়া শনিবার জেনিনের সরকারি হাসপাতাল ও ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল তারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। সবশেষে তারা ভারী অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে। এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, গতকাল গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালানো হয়েছে। মূল ভূখন্ডের উত্তরে ফিলিস্তিনি এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি রয়েছে বলে দাবি তাদের। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছরের এক চিকিৎসককে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ ছাড়া রামাল্লা শহরের কাছে এল-বিরেহ এলাকায় একজন ও নাবলুসের দক্ষিণের একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হন। অন্য এক খবরে বলা হয়েছে, ইসরায়েল-হামাসের মধ্যকার চার দিনের যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এর বাস্তব সম্ভাবনা রয়েছে।’

তৃতীয় দফায় বন্দিমুক্তির তালিকায় ৫২ জন : যুদ্ধবিরতি চলা অবস্থায় অধিকৃৎ পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও হত্যাকান্ড ঘটানোর প্রেক্ষাপটে তৃতীয় দফায় উভয়পক্ষের বন্দিমুক্তি জটিলতার মুখে পড়েছে। যদিও গতকাল রাতে এ খবর লেখা পর্যন্ত ৫২ জনকে মুক্তি দেওয়ার বিষয় নিয়ে কার্যক্রম চলছিল। এই ৫২ জনের মধ্যে হামাসের হাতে বন্দি থাকা ১৩ ইসরায়েলি এবং ইসরায়েলের কারাগারে থাকা ৩৯ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মুক্তির বিষয় নিয়ে মধ্যস্ততাকারীদের মাধ্যমে আলোচনা চলছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর