মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
এইচএসসি পাস ও জিপিএ-৫ কমল কেন?

প্রশ্নের প্যাটার্নের পার্থক্যের কারণে ফল কম

কেকা রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নের প্যাটার্নের পার্থক্যের কারণে ফল কম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বলেছেন, গতবারের চেয়ে এবারের এইচএসসি ও সমমানের ফলে পার্থক্য হয়েছে প্রশ্নের প্যাটার্নের কারণে। গত বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত নম্বরে। নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে ২০২২ সালে ২৫টি থেকে ১৫টির উত্তর করতে হয়েছে। কিন্তু চলতি বছরে ২৫টি থেকে ২৫টিরই উত্তর দিতে হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, গত বছরের এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছরের পরীক্ষার্থী সবাই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক বেশি স্ট্যান্ডার্ড করা হয়েছে। স্বাভাবিক পরীক্ষা হয়েছে এবার। এর ভালো দিক হচ্ছে- করোনার মধ্যেও শিক্ষার্থীরা কতটুকু প্রস্তুতি নিয়েছে তা আমরা জানতে পারলাম এই পরীক্ষার মাধ্যমে। শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপটি রয়ে গেছে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নিতে হবে আমাদের। কেকা রায় চৌধুরী বলেন, দেশে এখন রাজনৈতিক অপ্রীতিকর পরিস্থিতি শুরু হয়েছে। করোনার পর এখন এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। আগামী বছর যারা পাবলিক পরীক্ষা দেবে তারা হরতাল-অবরোধে ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনাকে রাজনীতির বাইরে রাখার দাবি জানান এ অধ্যক্ষ।

সর্বশেষ খবর