মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
এইচএসসি পাস ও জিপিএ-৫ কমল কেন?

পরীক্ষা পেছানোয় প্রস্তুতি ধরে রাখা যায়নি

মাহবুবুর রহমান মোল্লা

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষা পেছানোয় প্রস্তুতি ধরে রাখা যায়নি

ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, চলতি বছরে সব বিষয়ে পরীক্ষা হয়েছে এইচএসসি ও সমমানে। তিন ঘণ্টাব্যাপী পরীক্ষায় তারা অভ্যস্ত ছিল না। নির্ধারিত সূচিতে তাদের প্রস্তুতি হয়তো ভালো ছিল, কিন্তু পেছানোর কারণে অনেকে প্রস্তুতি ধরে রাখতে পারেনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, মেয়েদের রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে, কারণ তারা বাসায় ছিল। কিন্তু ছেলেরা পরীক্ষা পিছানোর পর পাঠে সেভাবে মনোযোগ রাখেনি। যেসব কলেজ ছাত্র-ছাত্রীদের তদারকির মধ্যে রেখেছিল সেই কলেজগুলো তুলনামূলক ভালো ফল করেছে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আমরা ছাত্র-ছাত্রীদের তিনটি মডেল টেস্ট নিয়ে পড়াশোনার মধ্যে রেখেছিলাম। কিন্তু অনেক কলেজের পরীক্ষার্থীরা খেই হারিয়ে ফেলেছিল, যার প্রভাব পড়েছে ফলাফলে। পরীক্ষার প্রশ্নপত্রও হয়েছিল তুলনামূলক কঠিন। সবমিলিয়ে এইচএসসির ফলে পাসের হার কমেছে, কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। তিনি বলেন, করোনা মহামারির পর শিক্ষার্থীদের মনমানসিকতায় পরিবর্তন এসেছে। ছাত্র-ছাত্রীরা লেখাপড়া না করে পরীক্ষা দেওয়া, পরীক্ষা না দিয়ে পাস করা- এমন পরিস্থিতি দেখেছে। তাদের মধ্যেও এমন মানসিকতা তৈরি হয়েছে। এ থেকে উত্তরণে শিক্ষার্থীদের কলেজমুখী করতে হবে। রাজনৈতিক ধ্বংসাত্মক কর্মসূচিতে জড়িয়ে শিক্ষার্থীরা যেন তাদের ভবিষ্যৎ ধ্বংস না করে, এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর