মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইসরায়েল-হামাস লড়াই

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, মুক্তি পাবে আরও বন্দি

প্রতিদিন ডেস্ক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, মুক্তি পাবে আরও বন্দি

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ গতকালই চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। গভীর রাতে পাওয়া খবর অনুযায়ী, আরও বন্দির মুক্তির স্বার্থে দুই পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে একমত হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা। এর আগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসামা হামাদান জানান, গাজায় যুদ্ধবিরতি আরও এক দিন বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে দৈনিক কতজন বন্দিকে মুক্তি দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। বন্দির সংখ্যা নির্ধারণের পর যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত হবে। প্রসঙ্গত, এর আগে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ৫০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে। একজন ইসরায়েল বন্দির বিনিময়ে তিনজন করে ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছে। এদিকে গতকাল কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির শেষ দিনে মুক্তি পেতে যাওয়া ১১ জন জিম্মির তালিকা হাতে পায় ইসরায়েল।

জাতিসংঘের সংস্থা ওসিএইচএ বলছে, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৫৫ শিশুসহ অন্তত ২১৫ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়াও গাজা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

এদিকে এক গণমাধ্যমকর্মী জানান, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের চারদিকে ইসরায়েলি পুলিশের কড়া পাহারা রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীর শান্ত নেই। রোজই ভাঙচুর চলছে। গতকালও পাঁচজন ফিলিস্তিনি খুন হয়েছেন জেনিন এলাকায়। জখম হয়েছেন ১৮ জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। প্রায় ১২ ঘণ্টা ধরে জেনিনে ভাঙচুর চালিয়েছে পুলিশ। ইয়ুতমা গ্রামেও সামরিক অভিযানে তিনজন ফিলিস্তিনি খুন হয়েছেন। গাজার মতো পশ্চিম তীরের হাসপাতালগুলোতেও হানা দিচ্ছে ইসরায়েলি সেনারা। গতকাল জেনিনের মূল হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে সেনাবাহিনীর ট্যাংক। অ্যাম্বুলেন্সগুলোতেও তল্লাশি চালায় সেনারা। সেখানে দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর