মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ২১০ কেজি ওজনের কৈবল মাছ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ২১০ কেজি ওজনের কৈবল মাছ

খুলনা নগরীর রূপসা পাইকারি মৎস্য বাজারে ২১০ কেজি ওজনের কৈবল মাছ উঠেছে। গতকাল বিশাল আকৃতির মাছটি বাজারে আনা হয়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মাছটির দাম এক লাখ ৮০ হাজার টাকা দিতে রাজি হয়েছেন। মাছ ব্যবসায়ীরা বলছেন, এত বড় মাছ এই বাজারে আগে কখনো দেখিনি। ‘মাছটি কীভাবে ধরা হয়েছে, কে ধরেছে, কত টাকা দাম’ প্রশ্ন নিয়ে আগ্রহীদের ভিড় পড়ে যায়। জানা যায়, শনিবার গভীর রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় বাগেরহাট রামপালের জেলে মো. শুকুরের জালে মাছটি ধরা পড়ে। রবিবার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় কেনেন রূপসা মৎস্য বাজারের মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। গতকাল তিনি মাছটি নগরীর রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তে বিক্রির জন্য আনেন। রবিন বিশ্বাস জানান, ‘আমি দুই লাখ টাকায় মাছটি বিক্রি করতে চাই। তবে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার টাকা দাম উঠেছে।’ রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হাওলাদার জানান, এত বড় মাছ এই বাজারে প্রথম। মাছটি দেখার জন্য সকাল থেকে অনেকে ভিড় করছেন।

 

 

সর্বশেষ খবর