বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশব্যাপী চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল ৩০ নভেম্বর। গতকাল সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন। বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য মাঠে নামবে নির্বাচনের ১০ দিন আগেই। সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ইসির সঙ্গে আজ বিকালে যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধি আসার কথা রয়েছে। এদিকে গতকাল ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ১৭৪টি; জমা পড়েছে ৯টি।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। এবার নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ভোট কেন্দ্র ৪২ হাজার ১০৩টি। এ ক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোট গ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে, যাদের নিয়োগ দেবেন রিটার্নিং কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর