বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় বাম দলগুলো

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছে বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন বাম দল। জনগণকে ঐক্যবদ্ধ করে ‘একতরফা’ নির্বাচন রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তারা। নির্বাচনকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্টের যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের  সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে একতরফা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হলে চলমান স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাসন আরও দীর্ঘায়িত হবে। জনজীবনে সংকট বাড়বে। জনজীবনের সংকট দূর করতে নির্বাচন বর্জন ও দেশের শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-ছাত্র-যুব-নারী, নিপীড়িত জাতিসত্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তোলায় যুগপৎ আন্দোলন গড়ে তুলতে ঐকমত্য পোষণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, জাতীয় গণফ্রন্টের কামরুজ্জামান ফিরোজ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর