বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুর্যোগ ও দরিদ্রতার কারণে বাড়ছে

------ ফারাহ কবির

দুর্যোগ ও দরিদ্রতার কারণে বাড়ছে

আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাল্যবিয়ের বিষয়টি সামাজিকভাবে গ্রহণযোগ্য। যখনই দুর্যোগ আসে বা দরিদ্রতা বেড়ে যায় এবং নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয় তখন বাল্যবিয়েও বেড়ে যায়। বাল্যবিয়ের অন্যতম কারণ হিসেবে অভিভাবকরা প্রায়ই কন্যাসন্তানের নিরাপত্তার বিষয়টি তুলে আনেন। এর সঙ্গে খাদ্য, পানি, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা দিতে না পারলে তখন এ বিষয়গুলো পুঁজি করে অভিভাবকরা নিজেদের কন্যাসন্তানের বিয়ে দিয়ে দেন। তিনি বলেন, মূল কথা হচ্ছে সামাজিকভাবে বাল্যবিয়ে গ্রহণযোগ্য। আবার অনেক পরিবারে অভিভাবকরা মনে করেন, মেয়ের বিয়ে দেওয়া তাদের এক ধরনের দায়িত্ব। তারা কন্যাসন্তানের বিয়ে দেওয়ার মাধ্যমে নিজের দায়িত্ব পালন করছেন। কিন্তু বিয়ে সবকিছুর সমাধান নয়। এ বিষয়টি খেয়াল করতে হবে।

ফারাহ কবির বলেন, বাল্যবিয়ে রোধে আমাদের ক্যাম্পেইন আরও বাড়াতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। যেহেতু আইনে বাল্যবিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কাজেই কোনোরকম ফাঁকফোকর দিয়ে কোনো ব্যক্তি কন্যাশিশুকে বিয়ে দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও ক্ষতিপূরণ আদায় করতে হবে। বাল্যবিয়ে রোধে একটিই স্লোগান হতে হবে আর তা হলো, ‘বাল্যবিয়ে গ্রহণযোগ্য নয়’। এজন্য যদি ক্যাম্পেইন করার প্রয়োজন হয়, তবে তা করতে হবে। এ ছাড়া বিশেষ কোনো পদক্ষেপ নিতে হলে তা-ও নিতে হবে।

সর্বশেষ খবর