বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বরগুনায় গর্ভবতী কুকুর হত্যায় আদালতে মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের খাকবুনিয়া গ্রামে গর্ভবতী একটি গৃহপালিত কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। ২৮ নভেম্বর আদালতে খাকবুনিয়া গ্রামের জনৈক আনিচুর রহমান বাদী হয়ে প্রাণী কল্যাণ আইনের বিভিন্ন ধারায় এ মামলা করেন। আইনজীবী সাইমুল ইসলাম রাব্বী বলেন, প্রাণী কল্যাণ আইনে মামলা করা হয়েছে। আদালত অভিযুক্ত একই গ্রামের মো. রাকিব পঞ্চায়েত, মো. মাওলা পঞ্চায়েত এবং মো. আবু পঞ্চায়েতের বিরুদ্ধে আদালত সমন জারি করেন। বাদী মামলার বর্ণনায় উল্লেখ করেন, অভিযুক্তরা খুবই প্রতিহিংসা পরায়ন। ইতিপূর্বে ফাঁদে ফেলে শতাধিক বণ্যপ্রাণী হত্যা করেছে। ২৬ নভেম্বর সকালে খলিলুর রহমানের পোষ্য গর্ভবতী কুকুরকে দেশি অস্ত্র টেঁটা দিয়ে ধরাশায়ী করে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। বাদীসহ সাক্ষীরা বাধা-নিষেধ করলেও তা উপেক্ষা করে কুকুরটিকে হত্যা করা হয়। মামলার বাদী আনিচুর রহমান বলেন, আমরা অভিযুক্তদের বাধা দিলেও তারা না মেনে নির্মমভাবে হত্যা করে। প্রথমে হত্যা করা কুকুরটিকে মাটিচাপা দেওয়া হলেও পরবর্তীতে জোয়ারের পানিতে ফেলে দেওয়া হয়।

অন্যদিকে বরগুনা শহরের পিটিআই সড়কে আবুল হোসেন নামের একজন ফুল ব্যবসায়ী চারটি কুকুর বাচ্চাকে হত্যা করে বলে জানা যায়।

সর্বশেষ খবর