শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাবির মঞ্চে বউ

রাবি প্রতিনিধি

রাবির মঞ্চে বউ

ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার আশ্রয় করে নারীর স্বাধীনতা হরণের চিত্র তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চস্থ হয়েছে নাটক ‘বউ’। গতকাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রুডার আয়োজনে এ নাটক মঞ্চস্থ হয়।

নাটকের বিভিন্ন দৃশ্যপটে ছিল : নতুন বউকে পালকিতে করে শ্বশুরবাড়ি নেওয়া হচ্ছিল। পালকি বইছিলেন হিন্দু দুই যুবক। দীর্ঘ পথ হওয়ায় বউ ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকেন। বউয়ের সঙ্গে ছিলেন স্বামী এবং চাচাশ্বশুর। চাচাশ্বশুর মৌলবি। ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামিতে ভরা তার জীবন। গ্রীষ্মের কাঠফাটা রোদে পাহাড়ি জঙ্গলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করলেও তাকে পালকির ভিতর থেকে বাইরে আসতে দেওয়া হয় না। কারণ অন্য পুরুষে নারীর মুখ দেখা বারণ। খাদ্যাভাবে যখন বউ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তখন এক হিন্দু পালকি চালক তার কাছে থাকা কলা ও ছাতু খেতে দিতে চায়। কিন্তু তাকে ধমক দিয়ে মৌলবি ফতোয়া দেন, ‘হিন্দু ঘরের কোনো খাবার মুসলিম ঘরের নতুন বউ খেতে পারে না। তা ছাড়া নতুন বউ চিনিচম্পা কলা খেলে স্বামীর মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু হবে।’ অথচ পরে নিজেই কলা খেয়ে বলেন, ‘আল্লাহ-রসুলের দয়ায় বউ সুস্থ হবে।’

সর্বশেষ খবর