শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় উত্তরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় উত্তরণ

নাটকের দল বিবেকানন্দ থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দলটির নতুন প্রযোজনার নাটক ‘উত্তরণ’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

‘পাপী! মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ, কারণ অসাধুর মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে’- বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ উচ্চারিত কথার আলোকে নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়। একদল পথভ্রষ্ট মানুষের চলার পথের সংকটময় পথযাত্রা, চলতি পথে ঘৃণা-প্রেমের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা, সৎ-মহৎ মানুষের দিকনির্দেশনার মধ্য দিয়ে উত্তরণদের মনোজাগতিক এবং বাহ্যিক জগতের পরিবর্তন নিয়েই বিন্যস্ত হয়েছে এ নাটকের কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, তারকনাথ দাস, অমিত সাহা, এ আর কিবরিয়া, আশরাফুল আরিয়ান, প্লাবন আহমদ, রতন মোহন বিশ্বাস, ফাহতিন মাহতাব হক প্রমুখ।

আজ গণসংগীত উৎসব : সাংস্কৃতিক সংগঠন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দুই দিনের গণসংগীত উৎসব। বিকাল ৫টায় একাডেমির নন্দনমঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকে ভূষিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অতিথি থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রথম দিনের আসরে একক সংগীত পরিবেশন করবেন আয়োজক সংগঠনের সুজিত চক্রবর্ত্তী, পূজা চক্রবর্ত্তী, ময়ূরী দাশগুপ্তা, সাবিরা শাহীনুর পল্লবী, তৌহিদ শিমুল, রশ্মি দেব, রিয়া চৌধুরী প্রমুখ। এতে শিল্পীরা আরও পরিবেশন করবেন ‘দ্রোহ, সাম্য ও নবজীবনের গান’ শিরোনামের গণসংগীত। আমন্ত্রিত গণসংগীত দল হিসেবে উৎসবে অংশ নিচ্ছেন মুন্সীগঞ্জের অন্বেষণ বিক্রমপুর। কাল শনিবার শেষ দিনের আসর অনুষ্ঠিত হবে একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। এদিন ‘কবিতার গান’ পরিবেশন করবেন  সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। সমাপনী দিনের শেষ পরিবেশনায় ‘ধর ধর চোর চোর’ শিরোনামের গীতিকাব্য পরিবেশন করবে উদীচী শিল্পীগোষ্ঠী।

সর্বশেষ খবর