শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উদ্ধার করা সোনার ৩৮টি বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছিলেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি ৯৫২০ বিমানের বিভিন্ন সিট তল্লাশিকালে একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট দুটি খুলে সোনার বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মতিন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেটে ৪ কেজি ৪২০ গ্রাম সোনা পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধার স্বর্ণগুলো কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর