শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৮২ আসনে প্রার্থী দিল বিএনএম

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। গতকাল দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে মাত্র ৮২টি আসনে প্রার্থী দেওয়ার ব্যাখ্যায় দলটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি।’

বিএনএম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন।  এসব সদস্য নিয়ে সংসদে ভূমিকা পালন করতে পারলে খুব শিগগিরই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। জনগণ তাদের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন ফিরে পাবে।

সর্বশেষ খবর