রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপির সাবেক ১৭ এমপি বিএনএমে যোগ দেবেন : শাহজাহান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব মো. শাহজাহান বলেছেন, বিএনপির সাবেক ১৭ জন এমপি বিএনএম পার্টিতে যোগ দেবেন। তারা ইতোমধ্যে লিখিত অঙ্গীকার করেছেন। তবে এখনই তাদের নাম প্রকাশ করব না। গতকাল রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ৮২ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলাম। এর বাইরে ২০ জন স্বতন্ত্র প্রার্থী বিএনএমকে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন বিএনপি, একজন জাতীয় পার্টি এবং দুজন সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য। এ ২০ জনের নাম আমরা এখনই প্রকাশ করছি না। তারা আমাদের লিখিতভাবে জানিয়েছেন, নির্বাচিত হয়ে এলে বিএনএমকে সমর্থন করবেন। এমনকি স্পিকারের কাছে তারা যে চিঠি দেবেন সেটিও আমাদের কাছে জমা রেখেছেন। এ ২০ জনসহ অন্তত ৩০ জন নির্বাচনে বিজয়লাভ করবেন বলে আমরা প্রায় নিশ্চিত। বিএনএম মহাসচিব আরও জানান, সার্ভার জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছেন দলটির ৩৩ প্রার্থী। এসব প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সুযোগ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৪৭৮ জন প্রার্থী বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। গত বৃহস্পতিবার ৮২ জনকে মনোনীত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দলটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময় শেষে বিএনএমের ৪৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ খবর