রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতির দায়ে মার্কিন কংগ্রেস থেকে বহিষ্কার হলেন জর্জ স্যান্তোস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

দুর্নীতির দায়ে মার্কিন কংগ্রেস থেকে বহিষ্কার হলেন জর্জ স্যান্তোস

জীবন বৃত্তান্তে ভুয়া তথ্য প্রদান, নির্বাচনি তহবিলের অর্থ আত্মসাৎসহ দুর্নীতির গুরুতর অভিযোগে মার্কিন কংগ্রেস থেকে নিউইয়র্কে রিপাবলিকান কংগ্রেসম্যান জর্জ স্যান্তোসকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ৩১১-১১৪ ভোটে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে এনিয়ে ছয়বার ঘটল কংগ্রেস থেকে বহিষ্কারের ঘটনা। উল্লেখ্য, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নেতৃত্ব দিচ্ছে রিপাবলিকান পার্টি এবং তারাই নবাগত এই কংগ্রেসম্যানকে বহিষ্কারের পক্ষে ভোট দিলেন। সম্প্রতি কংগ্রেসের অ্যাথিক্স কমিটি ৫৬ পৃষ্ঠার দীর্ঘ তদন্ত রিপোর্টে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে। তারপর জর্জ স্যান্তোসকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সে আহ্বানে সাড়া দেওয়া দূরের কথা, উল্টো তিনি কংগ্রেসম্যানদের বিরুদ্ধে নানা দুষ্কর্মে লিপ্ত এবং লবিংয়ের নামে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার ঢালাও অভিযোগ করেছিলেন।

গত বছর নভেম্বরের নির্বাচনে জর্জ স্যান্তোস জয়ী হয়েছিলেন। বছরের ব্যবধানেই অপসারিত হলেন জঘন্য অপকর্মের দায় নিয়ে। তার বিরুদ্ধে ২৩ ধরনের অভিযোগে নিউইয়র্কে ফেডারেল কোর্টে মামলা চলছে। সেই মামলার বিচার শেষ হয়নি কিংবা তাকে দোষী সাব্যস্ত এখনো করা হয়নি। তবে জর্জ স্যান্তোস বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

সর্বশেষ খবর