সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টানা হামলা ইসরায়েলের নিহত ১৫ হাজার ছাড়াল

প্রতিদিন ডেস্ক

টানা হামলা ইসরায়েলের নিহত ১৫ হাজার ছাড়াল

ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চল এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি শেষে এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানকার লোকজনকে আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। সূত্র : রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

গত শনিবার ইসরায়েল জানিয়েছিল, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তারা গাজায় ৪০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বেশকিছু হামলা চালানো হয়েছে। বড় ধরনের হামলার অংশ হিসেবে  শুধু শুক্রবার দিবাগত রাতেই ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আরেক খবর অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক জানিয়েছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাছাড়া ৫২ দিন ধরে গাজায় বিদ্যুৎ নেই। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যবহারের জন্য ইসরায়েলকে ১০০টি বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গোলাবারুদ ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ বোমার নাম ‘বিএলইউ-১০৯’।

 বোমার বিস্ফোরকবোঝাই সম্মুখভাগের ওজন ৯০০ কেজির বেশি। শক্ত কোনো অবকাঠামোয় আঘাত হেনে সেটির ভিতরে প্রবেশের পর বিস্ফোরিত হয় এই বোমা। এর আগে আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে বিএলইউ-১০৯ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে আবারও যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনার ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় বোমা হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা হবে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে ততক্ষণ ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের বন্দি বিনিময় হবে না। তিনি বলেন, ইসরায়েল বলছে, গাজায় এখনো নারী ও শিশুদের আটকে রাখা হয়েছে, কিন্তু আমাদের সব বন্দিকে মুক্তি দেওয়া না হলে আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করব না। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের বোমা হামলায় অন্তত ৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আল-কাসসাম ব্রিগেড গতকাল এক বিবৃতিতে এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ভোর রাতে জাহরাদ্দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করেন ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস সেনারা ওই ইসরায়েলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। ওইসব বোমা বিস্ফোরণে ইসরায়েলের অন্তত ৬০ সেনা নিহত হয়। কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়েছে, কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণস্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর