মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অতিথি পাখিতে মুখর সরকার পুকুর

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

অতিথি পাখিতে মুখর সরকার পুকুর

অতিথি পাখির কোলাহলে মুখরিত দিনাজপুরের সরকার পুকুরসহ আশপাশের এলাকা। নির্জন-নিরিবিলি প্রকৃতির ছায়ায় অতি প্রাচীন ‘সরকার পুকুরে’ এখন বিভিন্ন পাখির কোলাহলে মুখরিত। একই এলাকায় বিভিন্ন পুকুর-ডোবা বা খেতেও দেখা যায় এসব পাখির বিচরণ। শীতের শুরুতেই এ এলাকায় বিদেশি পাখি আসে। সুদূর সাইবেরিয়া থেকে আসা পাখির কলকাকলিতে মুখরিত এখানকার প্রকৃতি। সাদা বক, বালিয়া, পানকৌড়ি, ঘুঘু, সারস, রাতচোরা পাখির নিরাপদ আবাসস্থল দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির সরকার পুকুর এলাকা। এখানে বিভিন্ন পুকুরেও দেখা যায় তাদের বিচরণ। সরকার পুকুরের পাড় এলাকায় স্থানীয় একটি বড় কবরস্থান থাকায় নির্জনতায় পাখিদের অভায়রণ্যে পরিণত হয়েছে। এ ছাড়াও সরকার পুকুর পাড় এলাকায় বেজি, বিভিন্ন জাতের গুইসাপ, সাপ রয়েছে। আম, নিম, ফলদ গাছ, বাঁশঝাড়সহ বিভিন্ন গাছের ডালে বাসা বেঁধেছে রাতচোরা, সাদা বক, পানকৌড়ি। ওই এলাকার গাছ ও আশপাশের বাঁশঝাড়ে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য। শীতের শুরুতে এদের আগমন ঘটেছে। বছরে পাঁচ মাস এদের দেখা যায়। সরকার পুকুর দিনাজপুর শহর থেকে সড়ক পথে ২ কি.মি. দূরে মহাসড়কের পাশে। সরকার পুকুরে দেখা যায়, পাখি কোনোটি উড়ছে, কোনোটি ডাকছে। সকালে আর বিকালে পাখির আনাগোনায় মন জুড়িয়ে যায়। সকাল হলেই মা পাখিরা খাবারের সন্ধানে উড়ে যায় আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ফিরে আসে নীড়ে। স্থানীয় পাখিপ্রেমিক আলী আকবর, আব্বাস আলীসহ কয়েকজন জানান, সরকার পুকুর এলাকাটি নির্জন এলাকা। যদিও এর পাশ দিয়ে মহাসড়ক। রয়েছে কবরস্থান। আছে পাশে একটি মাদরাসা। শীতের শুরুতে এখানে দেশি পাখি ছাড়াও বিদেশি ওইসব পাখি এসেছে।

 

সর্বশেষ খবর