মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পেনসিলভেনিয়ায় বাংলাদেশ এভিনিউ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

পেনসিলভেনিয়ায় বাংলাদেশ এভিনিউ

বিজয়ের মাসে প্রবাসে বাঙালির এগিয়ে চলার পথে আরেকটি অধ্যায় যুক্ত হলো ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্নে একটি রাস্তার নাম ‘বাংলাদেশ এভিনিউ’ করার মধ্য দিয়ে। গত ৩ ডিসেম্বর দুপুরে রিমঝিম বৃষ্টি সত্ত্বেও সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার বিশিষ্টজনদের পাশে নিয়ে মিলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব নামফলক উন্মোচন করেন।

উল্লেখ্য, মিলবোর্নের এ সড়কটির নাম ছিল সেলার এভিনিউ। এখন তা পরিণত হলো ‘বাংলাদেশ এভিনিউ’তে। এ আনন্দ উদযাপনের দৃশ্য পরিস্ফুট হয় উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রে আসার সময় প্রায় সবাই বাসায় রান্না করা খাবার আনায়। পরবর্তীতে তা সবাই ভাগাভাগি করে উপভোগ করেন সম্প্রীতির এক অমোঘ বন্ধনে আবিষ্ট হয়ে। জনপ্রিয় কণ্ঠশিল্পী জলি দাসের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিকতায় মেয়র মাহবুবুল আলম তৈয়ব সিটির সব কাউন্সিলম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট সিনেটর টিম কিয়ার্নি, আপার ডারবি সিটির মেয়র (নির্বাচিত) এডওয়ার্ড ব্রাউনন, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা কিউরি, সিটির কাউন্সিলম্যান (ইলেকট) মো. সালাহউদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর