মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রাচীন কয়েন দেখিয়ে কোটি টাকা লোপাট চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন দেখিয়ে তা লোভনীয় অফারে ক্রয়-বিক্রয়ে প্রলুব্ধ করে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নতুন শিল্পপতি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের টার্গেট করে চক্রের সদস্যরা সক্রিয় ছিল। রমনা মডেল থানায় এক ভুক্তভোগীর করা মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, মামলাটি তদন্তকালে দেখা যায়, প্রতারক চক্রটি নতুন শিল্পপতি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে কথিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীমানা পিলার ও প্রাচীন কয়েন ক্রয়-বিক্রয়ের লোভে ফেলে কোটি টাকা হাতিয়ে নিতো। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার এ চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা হলো- মিজানুর রহমান মজনু, আক্তারুজ্জামান ওরফে তাহেরুল ইসলাম, জসিম ও ইব্রাহিম বেপারী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি কথিত ব্রিটিশ সীমানা পিলার, চারটি কথিত প্রাচীন কয়েন, নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি চুক্তিপত্র, ৩২টি চেক, ভুয়া ভিজিটিং কার্ড ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ চক্রে ২০ থেকে ২৫ জন লোক কাজ করে। প্রতারণায় তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে।

 

সর্বশেষ খবর