মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিবিএস বলছে, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। অক্টোবরে যা ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে। এ ছাড়া নভেম্বরে ডিম, গরুর মাংসসহ কিছু পণ্যের দাম কমার প্রভাব মূল্যস্ফীতেতে পড়েছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।

সর্বশেষ খবর