বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় মাংকি ট্রায়াল

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মাংকি ট্রায়াল

১৯২৫ সালে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞান শিক্ষকের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ নিয়ে ডারউইনের থিওরিটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বহুল বিতর্কিত সেই থিওরি নিয়ে ‘মাংকি ট্রায়াল’ নাটকটি মঞ্চে এনেছে নাটকের দল বাতিঘর। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। এটি ছিল দলের ১৫তম প্রযোজনার ১৯তম মঞ্চায়ন।

জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’ নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন মুক্তনীল। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস। যিনি তৎকালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন  লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দি করা হয় বিতর্কিত সেই বিজ্ঞান শিক্ষককে। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্র?্যাডি এবং আসামিপক্ষের আইনজীবী হেনরি ড্রামন্ডের বিবিধ যুক্তিতর্কের উত্থানপতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায়, যা ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। বিচারপ্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে, বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। মামলাটি মিডিয়ায় তীব্রভাবে আলোচিত হয় এবং পুরো বিশ্বের নজর কাড়ে। এভাবেই এগিয়ে যায় মাংকি ট্রায়ালের কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, সঞ্জয় হালদার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর