বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশে ইসির না

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাজধানীতে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। অনুমতি না মেলায় সমাবেশের পরিবর্তে আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ওই দিন তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করবে তারা।

গতকাল সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-সংলগ্ন গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে   বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করার কর্মসূচি ছিল আমাদের। অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। কিন্তু সমাবেশের নামে শোডাউন হবে এই আশঙ্কায় কমিশন অনুমতি দেয়নি। নির্বাচনি বিধির বাইরে আমরা যেতে চাই না। ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা তাই আমরা চার দেয়ালের ভিতরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পালন করব।

সর্বশেষ খবর