শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নতুন কারিকুলাম নিয়ে যত কথা

নতুন জাতীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে সরকার। চলতি বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এ কারিকুলাম বাস্তবায়ন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু করা হবে নতুন এই শিক্ষা কারিকুলাম। ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাস্তবায়ন হবে এ কারিকুলাম। জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সরকার বলছে- অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চালু করা হয়েছে এটি। আর অভিভাবকদের বৃহৎ অংশ এ কারিকুলাম বাতিল দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন। নতুন এ শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিবেদক আকতারুজ্জামান

সর্বশেষ খবর