বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সমালোচনা করায় গ্রেফতার অন্যায়

------ সিরাজুল ইসলাম চৌধুরী

সমালোচনা করায় গ্রেফতার অন্যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, কারিকুলাম নিয়ে আন্দোলন করছেন অভিভাবকরা। আমি অভিভাবকদের সঙ্গে। কারিকুলাম এত কাটাছেঁড়া করার দরকার কী? ক্লাসরুমের শিক্ষাকে আকর্ষণীয় করে তোলা, ভালো ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া গেলে আগের কারিকুলামও ভালো হবে বলে মনে করি। আর কারিকুলামের সমালোচনা করায় চারজন শিক্ষককে আটক করা হয়েছে। এটা খুব অন্যায় কাজ হয়েছে। অতীতে শিক্ষা আন্দোলনেও এমন কাজ হতে দেখিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রখ্যাত এ শিক্ষাবিদ বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষা কারিকুলামে তো এত পরিবর্তন করা হয় না। কিন্তু মূলধারার এই বাংলা কারিকুলাম নিয়ে এমন করা হয় কেন। বলা হচ্ছে, নতুন কারিকুলাম জ্ঞানভিত্তিক হবে না, শিখনভিত্তিক হবে। কিন্তু জ্ঞান ছাড়া শিখন হয় কীভাবে? বিজ্ঞানের বিভিন্ন বিষয় সংকুচিত করা হয়েছে। এ ছাড়া মূল্যায়ন পদ্ধতিও কমিয়ে আনা হয়েছে। আমাদের ক্লাসরুমে শিক্ষা দরকার, ভালো শিক্ষক দরকার। এগুলো না থাকলে কোনো পদ্ধতি কাজ করবে না।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমালোচনা করলেই তাদের নানা তকমা দেওয়া হবে কেন? অভিভাবকদের মতামত শুনতে হবে সরকারকে। কারিকুলামের সমালোচনা করা মানেই তো কারও বিরোধিতা করা নয়।

সর্বশেষ খবর