শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চান মহুয়ার কিসসা

সাংস্কৃতিক প্রতিবেদক

চান মহুয়ার কিসসা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো পালানাটক চান মহুয়ার কিসসা। গতকাল জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এ নাটকটি।  মৈমনসিংহ-গীতিকা অবলম্বনে নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।

প্রযোজনাটি নিয়ে নির্দেশক ইউসুফ হাসান অর্ক বলেন, ছাত্রাবস্থায় সেলিম আল দীনের তত্ত্বাবধানে মৈমনসিংহ গীতিকাতে সংকলিত পালাটির বেশ কিছু অংশে অভিনয় করার সুযোগও তখন হয়। তখন থেকেই কাহিনিটির সঙ্গে প্রেম। সরল-গীতল বয়ানে এত সহজে কী করে আমাদের লোককবিগণ মানুষকে এমন উচ্চতায় নিয়ে যান, সে রহস্যই হয়তো প্রেমের কারণ। রহস্য কাটেনি এখনো, মুগ্ধতাও। আমরা কেবল পালার সরল ও উদার জীবনকে আদর সোহাগ দিয়ে বাংলার সোঁদা মাটির গন্ধমাদনসহ নাগরিকতায় অভ্যস্ত মানুষের নাড়ির কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসটুকু পেলাম। কাজ করতে গিয়ে বাংলা নাট্যের স্বকীয়তাকে আরেকবার বোঝা হলো; আর বোঝা গেল- দৃশ্যময়তা নয় শ্রব্যময়তাই। বাংলা ঐতিহ্যবাহী নাট্যের প্রধান শক্তি যেখানে কাহিনির বিশ্বাসযোগ্য দৃশ্যায়ন দিয়ে নাট্যময়তা নয় বরং গায়েনের গীতময় বয়ানের সৌকর্যে বয়ান-গাহন-রূপান্তরের এক দ্বৈতাদ্বৈত নিখিল রচিত হয়, যা সত্যিই এই পরিবেশনাকে স্বকীয় করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর