বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৯ হাজার ভোট নৌকার পক্ষে পিটিয়ে নেওয়ার ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকা প্রতীকে একাই ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মৃধা। একটি গোপন সভায় দেওয়া এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর উপজেলার একাংশ) নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। ইতোমধ্যে তাকে মনোনয়ন দেওয়ায় কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকীকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন। এতে এ আসনের নির্বাচনি পরিবেশ জমে উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সিরাজুল হক মৃধা নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি তার নিজ ইউনিয়ন শিকারমঙ্গলের ৯ হাজার ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দেন। যাতে আবদুস সোবাহান মিয়া গোলাপ এমপি হতে পারেন। এমন একটি ভিডিও গতকাল সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘এই প্রতিশ্রুতি দিচ্ছি শিকারমঙ্গল ইউনিয়নের ভোট আমি, ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিব। আমি সিওর দিলাম। ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পা ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিব। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিব। এখানে এমপি হতে হলে আরও ৫-৭টা ইউনিয়নও পিটাইতে হবে।’ এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর কালকিনিতে সিরাজ মৃধা নৌকা প্রতীকে ভোট পিটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আসলে তার বক্তব্য হাস্যকর ছাড়া আর কিছুই না।’ এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল হক মৃধা বলেন, ‘ফেসবুকে যে ভিডিও ছড়িয়েছে সেটিতে আমার পুরা বক্তব্য আসেনি। ওই ভিডিওর আগে ও পিছে আরও কথা ছিল।’ এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিকে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর