শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল দুর্ঘটনার কারণে অন্তত ২০টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। গতকাল সন্ধ্যা ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার  বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ঢাকা বিভাগের কর্মকর্তা সাইদুল কবির গণমাধ্যমকে বলেন, তেজগাঁওয়ে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়া বন্ধ রয়েছে। রেললাইন থেকে বগি সরানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্র সন্ধ্যা সাড়ে ৭টায় জানায়, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকাল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি স্টেশনে অপেক্ষা করছিল। তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায়নি। চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকাল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটিও আটকা পড়েছে। এ ছাড়া শিডিউল বিপর্যয় হয়েছে জয়দেবপুরগামী তুরাগ কমিউটার, টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার, দুর্ঘটনা স্থলের আখাউড়াগামী তিতাস কমিউটার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর