শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইসরায়েলি হামলা জোরদার

গাজায় ফিলিস্তিনি কবি ও অধ্যাপক রেফাত আলারির নিহত

প্রতিদিন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকার কোনো স্থান হামলা থেকে বাদ পড়ছে না। অস্থায়ী যুদ্ধবিরতি শেষে এক সপ্তাহ ধরে চলমান হামলায় এরই মধ্যে কয়েক শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল নিহত হয়েছেন ফিলিস্তিনি তরুণ কবি ও অধ্যাপক রেফাত আলারির। সূত্র : রয়টার্স, বিবিসি। ইসরায়েলের সেনাবাহিনী থেকে গতকাল বলা হয়েছে, স্থল, সাগর ও আকাশ পথে গাজায় তারা ৪৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এটিই তীব্রতম হামলার দিন। গত কয়েক দিন যে সংখ্যায় হামলা চালিয়েছিল ইসরায়েল, শুক্রবারের হামলা সেগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। সেনাবাহিনী জানিয়েছে, উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার আরও ৩৫০ জন নিহতের কথা জানিয়েছে। এর ফলে দুই মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৭০ জনে। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন তারা। গতকাল সকালে দক্ষিণের খান ইউনিস, মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবির এবং উত্তরের গাজা সিটিতে হামলার খবর পাওয়া গেছে। হামাস বলেছে, উত্তরে গাজা সিটির শেজাইয়া জেলায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের তুমুল  লড়াই চলছে। দক্ষিণে খান ইউনিসেও লড়াই অব্যাহত রয়েছে। আরেক খবরে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পশ্চিম তীরের তুবাস শহরের নিকটবর্তী আল-ফারাহ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। নিহত সবাই দখলদার ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে।

কবি রেফাত আলারির নিহত : কবি রেফাত আলারির গাজার ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে শেক্সপিয়ার ও অন্যান্য বিষয়ে পড়াতেন। তিনি গাজার বাসিন্দাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্ববাসীকে জানাতে ইংরেজিতে লিখতেন। তিনি গতকাল ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। রেফাত আলারিরের বন্ধু মোসাব আবু তোহা ফেসবুক পোস্টে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমার বন্ধু ও সহকর্মী রেফাত আলারির ও তার পরিবারকে কয়েক মিনিট আগে হত্যা করা হয়েছে।’ রেফাতের আরেক বন্ধু আহমেদ আলনাওউক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ‘রেফাতের হত্যাকান্ড খুবই মর্মান্তিক,  বেদনাদায়ক ও নিন্দনীয়। অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

সর্বশেষ খবর