শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩০ হাজার টাকায় নবজাতক বিক্রি করেন মা

ঝিনাইদহ প্রতিনিধি

অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় কোকিলা খাতুনের। তখন তিনি চলে যান মায়ের কাছে। কোকিলার মা আনোয়ারা খাতুন ঝিনাইদহ শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত ২৮ নভেম্বর কালীগঞ্জ শহরের ডক্টরস ক্লিনিকে একটি ছেলের জন্ম দেন কোকিলা। পরে ক্লিনিকের বিল পরিশোধ ও নগদ ৩০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন কালীগঞ্জের হেলাই গ্রামের সোহাগ হোসেনের কাছে। এ ঘটনা জানতে পেরে সন্তানকে ফেরত পেতে বৃহস্পতিবার সকালে থানায় এসে অভিযোগ করেন কোকিলা খাতুনের স্বামী আকাশ হোসেন। এরপর পুলিশ গিয়ে হেলাই গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করে। বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ। উদ্ধার হওয়া নবজাতকের মা কোকিলা খাতুন বলেন, ‘অভাবের তাড়নায় এবং খোঁজখবর না নেওয়ায় স্বামীর ওপর অভিমান করে সাত দিন বয়সী ছেলেকে বিক্রি করে দিই। স্বামী দ্বিতীয় বিয়ে করায় সে আমার কোনো খোঁজখবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে এ ছাড়া আমার আর কিছু করার ছিল না।’ শিশুটিকে দত্তক নেওয়া সোহাগ হোসেন বলেন, ‘আমি নিঃসন্তান। শিশুটিকে লালনপালনের জন্য তার মায়ের কাছ থেকে কিনে নিই। শিশুর মা ও নানি আনোয়ারা খাতুনসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে শিশুটির জন্মের সময় ক্লিনিকের খরচ ও তার মাকে নগদ ৩০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকায় কিনে নিই। পরে পুলিশের নির্দেশে শিশুটিকে তার মাসহ পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন আকাশ হোসেন নামে এক ব্যক্তি। ২৮ নভেম্বর তার স্ত্রী সিজারের মাধ্যমে একটি ছেলের জন্ম দেন। আকাশ হোসেনকে না জানিয়ে তার স্ত্রী ও শাশুড়ি সন্তানকে দত্তক দেন। পরে তার স্ত্রী কোকিলা খাতুন ভুল বুঝতে পারেন এবং স্বামীর সঙ্গে যোগাযোগ করে সন্তানকে উদ্ধার করে আনতে বলেন।

সর্বশেষ খবর