রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সালাম দিয়ে ছিনতাই সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকার একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা জি এম শাখাওয়াত হোসেন। ৪ ডিসেম্বর দুপুরে অফিসের একটি কাজে রিকশায় করে ওয়ারী থানার র‌্যাংকিন স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন। ঠিক এ সময়ে কয়েকটি রিকশায় করে কয়েকজন লোক এসে সালাম (আসসালামু আলাইকুম) দিয়ে তার গতিরোধ করে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে শাখাওয়াতের পকেটে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয় সালাম পার্টির সদস্যরা। এমন ভাবে সালাম দিয়ে ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় শাখাওয়াত হতবাক হন।

পরে তিনি বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার রাতে মগবাজার ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- চক্রের মূলহোতা মো. সজল সিদ্দিক ওরফে ইশা, আবুল হোসেন, রফিকুল ইসলাম সবুজ, মো. আরেফিন, মো. আমির আলী, মোমিন প্রামাণিক ও মো. শাহিন। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ইলিয়াছ হোসেন। তিনি বলেন, মতিঝিল থেকে একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা রিকশা দিয়ে ওয়ারী এলাকায় যাওয়ার সময় সালাম দিয়ে গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। এ বিষয়ে ওয়ারী থানায় মামলা হয়। মামলার তদন্তে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। ওয়ারীর ঘটনার পরেও চক্রটি ধারাবাহিকভাবে একইভাবে ছিনতাই করে আসছিল। ছিনতাই করা অবস্থায় চক্রের তিনজনকে মগবাজার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারী এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, সালাম দিয়ে ছিনতাই করা এ চক্রে আটজন সদস্য রয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ বছর ধরে সালাম দিয়ে ছিনতাই করে আসছিল। চক্রের মূলহোতা সজলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ১৯ মামলা, আবুলের বিরুদ্ধে আটটি, সবুজের বিরুদ্ধে সাতটি, আরেফিনের বিরুদ্ধে পাঁচটি ছিনতাই মামলা, আমির আলীর বিরুদ্ধে তিনটি ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। তারা প্রতি মাসে ১৫-১৬টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাতেন। ওয়ারী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার সাতজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত আরেক সদস্যকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর