শিরোনাম
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শীত বাড়ছে রাতে

নিজস্ব প্রতিবেদক

শীত বাড়ছে রাতে

দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের না হলেও রাতের তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। মধ্য রাতের পর থেকে বাড়ছে শীতের অনুভূতি। এক দিনের ব্যবধানে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও ১ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে শীত অনুভূত হচ্ছে বেশি। তবে এক দিনের ব্যবধানে ঢাকায় রাতের তাপমাত্রা দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দুই দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। আগামীকাল রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সোমবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পর থেকে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফ ও বান্দরবানে।

সর্বশেষ খবর