সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের প্রতি আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিচ্ছে সেটি বাস্তবায়ন করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে চাচ্ছে, পুলিশ সেভাবেই কাজ করছে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেগুলো দেখে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে তাদের বদলি করা হবে। বর্তমান সরকার বাংলাদেশকে খুন ও গুমের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছে বিএনপি নেতাদের এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বাংলাদেশ সম্পর্কে কতটুকু খোঁজখবর রাখেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। বাংলাদেশ এখন একটি শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থি, বনদস্যু, জলদস্যু ক্রমান্বয়ে সারেন্ডার করেছে। বর্তমান সরকার গুম-খুনের রাজনীতি করে না। এগুলো বলে বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। মন্ত্রী বলেন, খুন-গুমের কথা যদি বলতে হয়, ২০০৪-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি ছিল, সেখানে ৪৭০ জনের কাছাকাছি গুম হয়েছিল এক বছরে। তখন প্রতিনিয়ত গুম-খুন হতো। মন্ত্রী বলেন, এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না, এগুলো আমরা ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। জঙ্গি-সন্ত্রাসের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার দৃশ্যটা দেখেছেন, খোদা তাঁকে রক্ষা করেছেন। ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা করেছিল। সবগুলো কিন্তু সেই আমলে হয়েছে। এগুলো ইতিহাস হয়ে আছে। এখন যারা এগুলোর কথা বলেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিএনপির আরেকটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই বছর ধরে বিএনপি-জামায়াত কিংবা অন্য দল, যত ধরনের প্রোগ্রাম করতে চেয়েছে, আমরা কোনোটাতেই বাধা দিইনি। তারা মানববন্ধন, মিছিল, লংমার্চ, অবরোধ, ধর্মঘট করেছে। আমরা কোনোটিতেই বাধা দিইনি। গত ২৮ অক্টোবরও আমরা বাধা দিইনি। এ সময় ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে অন্যায়ভাবে কিংবা বিনা পরোয়ানায় গ্রেফতার করা হচ্ছে না। ২৮ অক্টোবরের ঘটনায় উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে। হেফাজতে ইসলাম ঢাকায় সমাবেশ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দল মহাসমাবেশ করতে চাইলে এটা নির্বাচন কমিশনের বিষয়। ইসির ওপর বিষয়টি নির্ভর করছে। নির্বাচন কমিশনের যদি আপত্তি থাকে, তবে তারা করতে পারবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর