সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে জেলের জালে ১৫০ কেজি হাঙর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জেলের জালে ১৫০ কেজি হাঙর

চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় রায়পুরের জেলেদের জালে আটকা পড়েছে ১৫০ কেজি ওজনের হাঙর মাছ। স্থানীয় কাইয়ুম মাঝি শনিবার ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে যান। সন্ধ্যায় বিশাল আকৃতির হাঙরটি জালে আটকা পড়ে। শনিবার রাত আটটার দিকে রায়পুর উঠানমাঝির ঘাটে সাতফুট লম্বা এ মাছটি নিয়ে আসা হয়। আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, হাঙর মাছ ধরা এবং বিক্রি করা বাংলাদেশের জীববৈচিত্র্য আইনে নিষিদ্ধ। এরপরও মানুষ এটা শিকার করছে। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল সংশোধন করে বিপন্ন হাঙর ও রে মাছের ৫২ প্রজাতিকে অন্তর্ভুক্ত করা হয়। আইনের ৩৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে এসব প্রাণী আহরণ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। গবেষণা প্রতিষ্ঠান ট্রাফিকের জরিপ অনুযায়ী বাংলাদেশের জলসীমা থেকে এ পর্যন্ত মোট ৪৬ প্রজাতির হাঙর মাছ রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম জেলা মৎস্য দফতর সূত্র জানায়, ১২ বছর আগেও বাংলাদেশে যে সংখ্যায় হাঙর ছিল, এখন তা অনেক কমে এসেছে। বছর তিনেক ধরে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে হাঙর শিকারের প্রবণতা বেড়েছে। এ কারণে বাংলাদেশে বড় আকারের হাঙর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ২০০৮-২০০৯ সালে বাংলাদেশে ৩,৯৩৩ মেট্রিক টন হাঙর ধরা পড়ে ছিল। তবে এরপর দেশে হাঙর শিকারের কোনো জরিপ হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর